রাফায় তুমুল প্রতিরোধের মুখে ইসরাইলি বাহিনী
ছবি: রাফায় ইসরাইলি বাহিনী
গাজার রাফায় তুমুল প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এমন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্যের জেরে সরকারের ভেতরে আর মিত্র যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২০ জুন) রাতে খান ইউনিসের একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলো বাস্তুচ্যুতরা। হামলা হয়েছে একই এলাকায় অবস্থিত নাসের মেডিক্যাল কমপ্লেক্সে। গাজা সিটির এলাকা জাইতুনে একটি বাড়িতে গোলাবর্ষণে হত্যা করা হয় অন্তত আট জনকে। হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে। অবশিষ্ট জনবসতি লক্ষ্য করে বিমান, ট্যাংক, আর কামান থেকে গোলাবর্ষণের ওপর ভর করে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আরও ভেতরে ঢুকেছে দখলদার সেনারা।
তবে, তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে হামাসসহ স্বাধীনতাকামী যোদ্ধারা। বিস্ফোরণে ধ্বংস হয়েছে ইসরাইলি বাহিনীর সাঁজোয়া যান। উত্তর গাজায়ও মর্টার হামলায় দুই সেনা নিহত ও তিন সেনা আহতের তথ্য স্বীকার করেছে ইসরাইলের সেনা সদর।
এদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসরাইলের রাজপথ। যুদ্ধ থামিয়ে রাজনীতির নোংরা খেলা বন্ধের দাবি জানান তারা। এমন পরিস্থিতিতে মার্কিন অস্ত্র সরবরাহ কমানোর উদ্যোগে নেতানিয়াহুর বিরূপ মন্তব্যকে বিরক্তিকর আর অপ্রত্যাশিত বলেছে হোয়াইট হাউজ। সূত্র: প্রেস টিভি
বিভি/এমআর
মন্তব্য করুন: