• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, সাথে আছে মিত্ররা (ভিডিও)

প্রকাশিত: ১৪:৪৪, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, সাথে আছে মিত্ররা (ভিডিও)

হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হামলাকে জোরদার করতে মিত্রদের সাথে নিয়েই এবার একজোট হচ্ছে তেহরান সরকার। 

জানা গেছে এবার ইসরাইলে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গোপনে ইসরাইলে হামলার আদেশও জারি করেছেন। দ্য নিউইয়র্ক টাইমসের সূত্র বলছে, ইরান কতটা বলপ্রয়োগ করে প্রতিক্রিয়া জানাবে এবং ক্রমবর্ধমান পরিস্থিতি এড়াতে তাদের পরবর্তী নীতি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। 


এর আগে গত এপ্রিলে ইসরায়েলে এক দফা হামলা চালিয়েছিল ইরান। অবশ্য ওই সময় ইরানের ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই আকাশে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জর্ডান ও যুক্তরাজ্য জোট ধ্বংস করতে সক্ষম হয়। এবারে ইরান কীভাবে প্রতিশোধ নিতে চায়, তা এ সংঘাতে পার্থক্য গড়ে দিতে পারে। ইরান যদি আগের মতোই সরাসরি হামলা চালায়, তাহলে উত্তেজনা যে আরও বেড়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

প্রতিশোধ পরায়ন ইরান এবার একা নয়। গুঞ্জন উঠেছে একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান অবতরণ করছে ইরানে। সুতরাং ইসরাইলে হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভালিদিমির পুতিন যে ইরানকে সমর্থন দিচ্ছে সেটি নিয়েও কোনো স্নদেহ নেই। এছাড়া মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। 

বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের। এদের মধ্যে রয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠী। আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্তকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা। তেহরানের এ বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে। হতে পারে, ইরানের সামরিক কমান্ডাররা তেলআবিব এবং হাইফার আশপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণের পরিকল্পনা করছেন।

এই যখন অবস্থা তখন কীভাবে এমন প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায়, তা নিয়ে তারা সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে ইসরাইল। ইরান ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ভয়ে ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসরাইল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয়শিবির তৈরি করছে। এরই মধ্যে বেনগুরিয়ান বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। ওই সাইবার হামলায় বেনগুরিয়ান বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে বিমানবন্দরের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। 

ইসরাইলি নিরাপত্তা পরিষদ তাদের জনগণকে ৪০টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদের ইসরাইলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।  এমন উত্তেজনার মধ্যেই পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতিরিক্ত জেট বিমান এবং রণতরী  মোতায়েন করেছে। এ হামলায় দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তাই চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের এই সংকটকে কোন দিকে নিয়ে যায় সেটিই এখন দেখার বিষয়। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2