• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (০৮ সেপ্টেম্বর) নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

মূলত জ্বালানির ট্রাকটির সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর সেটি বোমার মতো বিস্ফোরণ ঘটে।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: