ইসলামাবাদে পিটিআইয়ের বিশাল সমাবেশ
ছবি: দ্য গার্ডিয়ান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি।
রবিবার (৮ সেপ্টেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদে বিক্ষোভে অংশ নেয় পিটিআই নেতা-কর্মীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো সমর্থক শহরের দিকে অগ্রসর হয়। তাদের আটকাতে রাস্তায় কনটেইনার রেখে বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। বলেন, আইনিভাবে মুক্তি না দেয়া হলে পিটিআই নেতারাই তাকে মুক্ত করবে। বিক্ষোভে পিটিআইয়ের নেতাকর্মীদের বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতা হাম্মাদ আজহার। তিনি বলেন, সরকারের এই বাধা বুঝিয়ে দিয়েছে যে তারা ইমরান খান ও তার সমর্থকদের ভয় পায়।
এর আগে, ২০২২ সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়। এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি।
বিভি/এমআর
মন্তব্য করুন: