• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে কারণে মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

প্রকাশিত: ১৭:৩৮, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
যে কারণে মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

ফাইল ছবি

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগৃহীত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। বুধবার (৩০ অক্টোবর) টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত এবং রাজ্যের ভূমি ও সংস্কার বিভাগের সচিব বিবেক কুমারের সঙ্গে গত রবিবার বৈঠক করেছেন যে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ-সংক্রান্ত যেসব বাধা আছে, সেগুলো দূর করা সম্ভব হয়। এর আগেও একই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গোবিন্দ মোহন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা বলেছেন, এই বিষয়ে ধারাবাহিক বৈঠকগুলো মূলত কেন্দ্রের অতি আগ্রহই তুলে ধরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্য সরকারকে প্রকল্পটি দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করেছেন। তিনি রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন, জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতিমধ্যে তহবিল বরাদ্দ করেছে।

কেন্দ্র সরকারের এক কর্মকর্তার মতে, কেন্দ্রের কাছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণেই বিলম্বিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যকে জমি অধিগ্রহণের পরিবর্তে সরাসরি জমি ক্রয় করতে অনুমতি দিয়েছিল। কারণ, পশ্চিমবঙ্গ সরকার নতুন জমি অধিগ্রহণ আইন গ্রহণ করেনি। প্রকল্পটি গত এক বছরে তেমন অগ্রগতি না হওয়ায়, কেন্দ্রের বিশ্বাস করার কারণ রয়েছে যে, রাজ্য সরকার প্রকল্পটির জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায়নি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশ সীমান্ত বরাবর তারকাঁটার বেড়া নির্মাণের কাজ শেষ করার কথা ছিল ২০১৯ সালের মার্চ মাসে। কিন্তু জমি নিয়ে সমস্যার কারণে এই প্রকল্পটি থেমে যায়। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পেয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: