• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হেরে গেলেও ফল মেনে নেবেন ট্রাম্প, তবে...

প্রকাশিত: ০৭:৫০, ৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
হেরে গেলেও ফল মেনে নেবেন ট্রাম্প, তবে...

ছবি: ফাইল ফটো

এর আগে নির্বাচনে হেরে গেলে ভোটের ফলকে চ্যালেঞ্জ জানাবেন বলেছিলেন ট্রাম্প। তবে নির্বাচনের শেষ দিনে ট্রাম্প বলেছেন, ফল মেনে নেবেন তিনি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে। তার কাছে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড কী, সে ব্যাপারে জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

এদিকে নির্বাচনে হেরে গেলে সমর্থকদের ‘সহিংসতার ব্যাপারে’ বিরত থাকতে বলার কোনো পরিকল্পনাও নেই তার বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প; কেননা, তার মতে তার সমর্থকরা ‘সহিংস লোক’ নয়।

যদিও এর আগে, ২০২০ সালে জো বাইডেনের বিপক্ষে হারের পর ফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ট্রাম্প। বার বার আইনের সহায়তা চেয়েছেন তিনি। পরে কোথাও সুফল না পেয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের কর্মীরা। 

এবারও তেমনটি হতে পারে ধরে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা। ইতোমধ্যে ফিলাডেফিয়ায় কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সূত্র: এবিসি নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: