ভারতের তেলেঙ্গানায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ছবি: হিন্দুস্তান টাইমস
ভারতের তেলেঙ্গানা রাজ্যে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। তেলেঙ্গানার মুলুগু জেলার বুধবার (৪ ডিসেম্বর) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার (৪ডিসেম্বর) সকাল ৭টার দিকে তেলেঙ্গানার মুলুগু রাজ্যে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে।
স্থানীয়রা জানিয়েছেন, হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানা ভূমিকম্পের সর্বনিম্ন ভূমিকম্প ঝুঁকিপ্রবণ অঞ্চলে রয়েছে, কারণ এটি সিসমিক জোন–২–তে পড়েছে। তারপরও সেখানে আজ তীব্র ভূমিকম্প অনুভূত হলো।
বিভি/এসজি
মন্তব্য করুন: