• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে 

প্রকাশিত: ১৮:১৩, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে 

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান নেমেছে সর্বকালের সর্বনিম্ন স্তরে। এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর ৮৪ দশমিক ৭৪ এ নেমে এসেছে। 

বুধবার (৪ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রুপির এই ধারাবাহিক দরপতন উদ্বেগ প্রকাশ করছে ব্যবসায়ীরা। এ মুদ্রার দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। আমদানি-রফতানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের, সকলেই প্রভাবিত হচ্ছেন। রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদের। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বিদেশি বিনিয়োগের প্রবাহে টান পড়ার ফলে রুপির দাম কমেছে। অন্যদিকে সম্ভাব্য ব্রিকস মুদ্রার বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রভাবও পড়ছে রুপির দরে। এদিকে টানা আট সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে বলে জানা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2