• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

তিন সপ্তাহের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

প্রকাশিত: ২২:১৩, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:১৫, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
তিন সপ্তাহের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

নার্গিস মোহাম্মদী (ফাইল ছবি)

কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২০২৩ সালের শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। বুধবার (৪ ডিসেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স’এ নার্গিস মোহাম্মদীর আইনজীবী মোস্তফা নিলি পোস্ট করে জানিয়েছেন চিকিৎসার জন্য তাকে তিন সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিন তাকে মুক্তি দেওয়া হয়েছে।

জানা যায়, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য যে, নার্গিস মোহাম্মদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জাঞ্জানে জন্মগ্রহণ করেন। কোরভেহ, (কুর্দিস্তান), কারাজ ও ওশনাভিয়েহ শহরে তার শৈশব কাটে। তিনি ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পদার্থবিজ্ঞানে ডিগ্রি লাভ করার পর একজন পেশাদার প্রকৌশলী হিসেবে চাকরি জীবনে পদার্পণ করেন। তিনি শিক্ষাজীবন থেকেই সংবাদপত্রে নারীর অধিকার নিয়ে লেখালেখি করে আসছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: