• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ভারতে মুসলিম চিকিৎসককে ফ্ল্যাট বিক্রি করায় সোসাইটিতে বিক্ষোভ

প্রকাশিত: ১৪:২৬, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৭, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতে মুসলিম চিকিৎসককে ফ্ল্যাট বিক্রি করায় সোসাইটিতে বিক্ষোভ

ছবি- সংগৃহীত

ভারতের মুরাদাবাদে টি.ডি.আই. সোসাইটিতে এক মুসলিম চিকিৎসককে ফ্ল্যাট বিক্রি করার পর বিক্ষোভে নেমেছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। এসময়,  সোসাইটির কলোনি গেটে সোসাইটির সভাপতি অমিত শর্মাসহ বিক্ষোভে অংশ নেন অনেকে।

বিক্ষোভকারীরা জানান, ড. আশোক বাজাজ তার বাড়ি ড. ইকরা চৌধুরী নামের এক মুসলিম চিকিৎসককে বিক্রি করেছেন, ফলে তারা বিক্ষোভে নেমেছেন। এসময়, সোসাইটির সদস্যরা স্লোগান দিতে থাকেন, ‘ড. আশোক বাজাজ, আপনার বাড়ি ফেরত নিন।’

এনডিটিভিকে সোসাইটির এক বাসিন্দা বলেন, ‘এটি একটি হিন্দু সমাজ, এখানে ৪০০-এরও বেশি হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না মুসলিম সম্প্রদায়ের লোক এখানে বসবাস করুক।’

সোসাইটির আরেক বাসিন্দা বলেন, ‘আমরা ভীত যে, মালিকানা পরিবর্তন হলে সমাজের গঠন পরিবর্তন হবে। মুসলিমরা এখানে বসবাস করতে শুরু করলে, হিন্দুরা চলে যেতে পারে।’

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জু কুমার সিংহ বলেন, সোসাইটির সদস্যরা এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি শান্ত করার জন্য তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলাপ-আলোচনা করছেন। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2