• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

এবার ভারতের উত্তরকাশী জেলার একটি মসজিদের বৈধতা যাচাইয়ে কমিটি গঠন

প্রকাশিত: ১৫:৪১, ৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৩, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এবার ভারতের উত্তরকাশী জেলার একটি মসজিদের বৈধতা যাচাইয়ে কমিটি গঠন

ছবি- সংগৃহীত

এবার, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার একটি মসজিদের নির্মাণের বৈধতা যাচাই করতে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি, ভারতে একাধিক মসজিদের নিচে মন্দির থাকার দাবি ওঠার পর, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই, উত্তরকাশীর এই মসজিদের ভূমির মালিকানা এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ড. মেহারবান সিং বিশ্বাসের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। ভাটওয়াড়ী এলাকার এসডিএম মুকেশ চন্দ্র রামোলার নেতৃত্বে একটি দল মসজিদের ভূমির মালিকানা তদন্ত করছে। কমিটি মসজিদের দায়িত্বে থাকা ৯জন ব্যক্তিকে নোটিশ পাঠিয়েছে, তবে তাদের মধ্যে ৩জন ৮ বছর আগেই মারা গেছেন। যারা বেঁচে আছেন, তাদের কাছ থেকে মসজিদের বৈধতা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে এসব কাগজপত্র পর্যালোচনা চলছে।

এসডিএম রামোলা জানান, ‘পর্যালোচনার পর ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রশাসন নিশ্চিত করেছে, এই তদন্ত নিরপেক্ষভাবে পরিচালিত হবে।

এদিকে, মসজিদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালনের হুমকি দিয়েছে ভারতের বজরং দল। 
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2