• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

৫০ বছরে প্রথমবার সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করলো ইসরাইলি ট্যাংক

প্রকাশিত: ১৩:৪৪, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪৫, ৮ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
৫০ বছরে প্রথমবার সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করলো ইসরাইলি ট্যাংক

ছবি: সংগৃহীত

৫০ বছর পর প্রথমবারের মতো সিরিয়া সীমান্তে প্রবেশ করলো ইসরাইলি ট্যাংক। আল-জাজিরা জানিয়েছে, সিরিয়া ভূখণ্ডে ইসরাইলের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই এই ট্যাংকগুলো সীমান্তের বেড়া অতিক্রম করে। এটি ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ঘটলো।

মারিভ পত্রিকার তথ্য অনুযায়ী, ইসরাইলের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, সিরিয়ার সামরিক বাহিনী এবং নাগরিকদের ইসরাইলের অবস্থান থেকে দূরে রাখা। বিশেষত, গোলান মালভূমির মাউন্ট হারমন এলাকায় নতুন প্রতিরক্ষা রেখা স্থাপনের পরিকল্পনা রয়েছে ইসরাইলের, যা ১৯৭৪ সালের যুদ্ধবিরতি লাইন অনুযায়ী নির্ধারিত হবে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করার পর ১৯৮১ সালে তা আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করে ইসরাইল। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2