নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
এবার আন্তর্জাতিক অপরাধ আদালতকেই নিষেধাজ্ঞা দিতে চায় যুক্তরাষ্ট্র!
ছবি: আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি
ফিলিস্তিনে নজিরবিহীন বর্বরতা আর গণহত্যার হোতা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদ।
আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে তোলা হলে পক্ষে ২৪৩ আর বিপক্ষে ১৪০ ভোট পড়ে। রিপাবলিকানদের সাথে সুর মিলিয়ে আইসিসির বিরুদ্ধে ভোট দেন ৪৫ জন ডেমোক্রেট কংগ্রেসম্যান।
ভোটাভুটির জন্য বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে উত্থাপন করা হবে। গুরুতর উদ্বেগ জানিয়ে মার্কিন কংগ্রেস আর শপথের অপেক্ষায় থাকা নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার আইসিসির ওপর নিষেধাজ্ঞার মার্কিন পদক্ষেপ নিন্দনীয়।
গাজায় সামরিক আগ্রাসন আর ফিলিস্তিনিদের গণহত্যার অভিযোগে গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ছাড়াও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
গ্রেফতার প্রতিরোধ আর মুক্ত চলাচলের আশ্বাসে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। পোল্যান্ডে নাৎসি বাহিনীর নির্যাতনের ক্যাম্প বন্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছে পোল্যান্ড। সূত্র: আল জাজিরা, আনাদোলু
বিভি/এমআর
মন্তব্য করুন: