গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন টিউলিপ সিদ্দিক

ছবি- সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক। দ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধবিরতির জন্য উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট না দিয়ে পার্টির প্রতি আনুগত্য দেখান টিউলিপ সিদ্দিক।
সেসময়, লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে ৫৬জন লেবার এমপি যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলেও, টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী উক্ত প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। সেসময়, স্কটিশ ন্যাশনাল পার্টির প্রস্তাবে বলা হয়, যুদ্ধরত দলগুলোকে জরুরিভাবে যুদ্ধবিরতিতে একমত হওয়ার জন্য চাপ দিতে তারা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন।
ব্রিটিশ-বাংলাদেশি লেবার এমপি রুশনারা আলী তার এক্স হ্যান্ডেলে জানান, তিনি এসএনপির প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। তিনি আরও বলেন, যারা লেবার এমপি হিসেবে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং পার্টির বিপক্ষে ভোট দিয়েছেন, তাদের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে।
অন্যদিকে, পার্টির নির্দেশনা উপেক্ষা করে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিলেন ব্রিটিশ-বাংলাদেশি লেবার এমপি আপসানা বেগম। এক্স হ্যান্ডেলে আপসানা লেখেন, তিনি অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছেন। এছাড়া, তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, আবারও আমরা প্রমাণ করেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে পারি। একইভাবে, এমপি রুপি হুকও যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে এক্স হ্যান্ডেলে তার মন্তব্য প্রকাশ করেছিলেন।
বিভি/আইজে
মন্তব্য করুন: