• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সুদানের হাসপাতালে ড্রোন হামলা: মৃত্যু বেড়ে ৬৭

প্রকাশিত: ২০:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:৫৭, ২৬ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সুদানের হাসপাতালে ড্রোন হামলা: মৃত্যু বেড়ে ৬৭

ছবি: নিউজ সেন্ট্রাল টিভি

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশারে একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া শুক্রবারের (২৪ জানুয়ারি) এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স।

হামলায় হাসপাতালের ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের দুই বাহিনীর মধ্যে এই যুদ্ধ চলছে। আরএসএফ বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলীয় দারফুরের প্রায় পুরোটা দখল করেছে এবং মে মাস থেকে এল-ফাশার শহরটি অবরোধ করে রেখেছে। 

চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এ মাসে জানিয়েছে, ওই হাসপাতালটিই শহরের একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে অস্ত্রোপচারের সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশজুড়ে ৮০ শতাংশের বেশি স্বাস্থ্যসেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

দেশটিতে এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এক কোটি ২০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2