• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যে দুই দেশে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৫:০৮, ২৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
যে দুই দেশে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সদ্য প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই বহু নির্বাহী আদেশ জারি করেছেন। এর মধ্যে বিশ্বে মার্কিন বিদেশি সহায়তা বন্ধের আদেশও রয়েছে। ইউক্রেনসহ প্রায় সব দেশে সহায়তা বন্ধ করলেও ইসরায়েল ও মিশরে সহায়তা বন্ধ করেননি ট্রাম্প। 

গত শুক্রবার (২৪ জানুয়ারি) এই নির্বাহী আদেশ জারি করেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মার্কিন একটি অভ্যন্তরীণ স্মারকের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রতিটি নতুন প্রকল্প বা বিদ্যমান প্রকল্পের সম্প্রসারণ পর্যালোচনা ও অনুমোদনের আগে কোনো নতুন তহবিল বরাদ্দ করা হবে না। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই নীতির মাধ্যমে তিনি বিদেশি সহায়তা কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই আদেশের ফলে উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তাসহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে। যার মধ্যে ইউক্রেনও রয়েছে। যদওি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের আমলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পেয়েছিল কিয়েভ।

তবে স্মারকটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের জন্য সামরিক সহায়তা অব্যাহত থাকবে। এ ছাড়া ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্রের উদার প্রতিরক্ষা সহায়তা পেয়ে আসা মিশর এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

সারা বিশ্বে ইউরোপের কিছু দেশ তাদের অর্থনীতির শতকরা হিসাবে অনুদান দিলেও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডলারের হিসেবে বিশ্বের শীর্ষ দাতা হিসেবে রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র বিদেশে ৬৪ বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2