• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুইদিনে প্রাণহানি ৭১ জনের

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১০:০৪, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুইদিনে প্রাণহানি ৭১ জনের

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুইদিনে মৃত্যু হয়েছে ৭১ জনের। এরমধ্যে শুক্রবার (১৮ জুলাই) পাঞ্জাব প্রদেশে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চলতি বছর ২৫ জুনের পর থেকে রেকর্ড বৃষ্টিপাতে পাঞ্জাব প্রদেশে কমপক্ষে ১২৩ জনের প্রাণহানি হয়েছে। আহত সংখ্যা ছাড়িয়েছে পাঁচশো জনে। বেশিরভাগ মানুষের মৃত্যু হয় ভবন ধসে চাপা পড়ে। কেউ কেউ ডুবে গেছেন, আবারও কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

গেল তিনদিনের রেকর্ড বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকওয়াল জেলা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ জেলাটি পরিদর্শন করবেন। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা না যাওয়ায় চাকওয়ালের বেশ কয়েকটি গ্রাম এখনও অন্ধকারে ডুবে রয়েছে। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে কমপক্ষে ৪৮ ঘন্টা সময় লাগবে।

বন্যাকবলিত এলাকাতে চলছে উদ্ধার অভিযান। এরইমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিন্ধু নদীর পানি বাড়তে থাকায় সতর্কতা জারি রেখেছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বর্তমানে সিন্ধু এবং দেশের উচ্চতর অংশে প্রবেশ করছে। ২০ জুলাই থেকে তা আরও তীব্র হতে পারে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2