• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস’

প্রকাশিত: ১৩:৩২, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস’

ছবি: ফাইল ফটো

হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সম্প্রতি হামাস ইসরাইলকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যেখানে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিলো। কিন্তু দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ইহুদিপন্থি মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে।’ 

আবু ওবাইদা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে— বন্দিদের মুক্তির বিষয়ে ‘অপরাধী’ নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। 

হামাসের এই নেতা আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরাইল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না। হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন,  তারা গাজায় ইসরাইলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে।

ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের রক্তের বোঝায় তোমাদের কাঁধ ভারাক্রান্ত। 

এদিকে, হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2