• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারও সেনাপ্রধানের প্রতি আঙুল তুললেন ইমরান খান

প্রকাশিত: ১৭:৫১, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আবারও সেনাপ্রধানের প্রতি আঙুল তুললেন ইমরান খান

ছবি: ফাইল ফটো

জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান তার দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেলের মধ্যে তার বা স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেনো আসিম মুনিরকে জবাবদিহি চাওয়া হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে এক পোস্টে এসব কথা জানান পিটিআই প্রধান। 

পোস্টে তিনি লেখেন, গত কয়েক দিন ধরে আমার সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা আরও বাড়ানো হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এমনকি তার ঘরের টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ইমরানের দাবি, এই সব কিছুর নেপথ্যে রয়েছেন আসিম মুনির। তার নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন তিনি ও তার স্ত্রী। 

ইমরানের বক্তব্য, প্রধানমন্ত্রী থাকাকালীন, আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এর পরেই পিটিআই-এর জুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলে, আমি তা প্রত্যাখান করে দিই। 
বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির। ইমরানের দাবি, এর পর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তার ওপরে। 

তিনি আরও লিখেছেন, আমার বা আমার স্ত্রীর কিছু হলে দায়ী থাকবেন মুনির— সেই মতো আমি আমার দলকেও আগে থেকে জানিয়ে রাখছি। তিনি পাকিস্তানের মানুষের উদ্দেশে বলেন, আমি সারাজীবন জেলে কাটাতে পারি কিন্তু কোনো ভাবেই অন্যায় এবং অত্যাচারের কাছে মাথা নত করবো না। পাকিস্তানের নাগরিকদেরও বলছি, কোনো অবস্থাতেই অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবেন না।

এ দিকে, ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবিকে মুক্ত করার দাবিতে ৫ আগস্ট দেশজুড়ে বিভোক্ষ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2