• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২০ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’

প্রকাশিত: ০৯:৪৯, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
২০ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’

প্রায় ২০ বছর কোমায় থাকা ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সৌদি আরবের রাজপরিবারের এই সদস্য দীর্ঘদিন কোমায় ছিলেন।

দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করা প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

জানা যায়, মাত্র ১৫ বছর বয়সে ২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন প্রিন্স আল ওয়ালিদ। ওই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এরপর থেকে প্রিন্স আল ওয়ালিদ রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সৌদি আরবের রাজপরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাঁচ বছর আগে আল ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

এই পুরো সময়জুড়ে প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন-মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছেন তিনি। প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রোববার বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2