• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভিয়েতনামের হালং বে-তে প্রবল ঝড়ে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

প্রকাশিত: ০৯:৫৬, ২০ জুলাই ২০২৫

আপডেট: ০৯:৫৬, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভিয়েতনামের হালং বে-তে প্রবল ঝড়ে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটক এলাকা হালং বে-তে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিহত ৩৪ জন, নিখোঁজ আরো বেশ কয়েকজন। শনিবার (১৯ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ৫৩ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় দুপুর ২টার দিকে দক্ষিণ চীন সাগর পেরিয়ে ভিয়েতনামে ফেরার সময় প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কবলে পড়ে। এরপর নৌকাটি উল্টে যায়।

উদ্ধারকারী দল এ পর্যন্ত ১১ জনকে জীবিত অবস্থায় খুঁজে পেয়েছে এবং ৩৪টি মৃতদেহ উদ্ধার করেছে, যার মধ্যে আটজনই শিশু। উদ্ধারকৃত পর্যটকদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নৌকায় মোট ৫৩ জন ভ্রমণকারী ছিলো।

নৌকায় থাকা পরিবারগুলোর বেশির ভাগই রাজধানী হ্যানয় থেকে হালং বে-তে গিয়েছিল বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

নিখোঁজদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2