যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষ অব্যাহত

তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও দক্ষিণ সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষ অব্যাহত রয়েছে।
শনিবার (২০ জুলাই) সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, দ্রুজ অধ্যুষিত সুয়েইদা শহর থেকে বেদুইন যোদ্ধাদের সরানো হয়েছে এবং সেখানে সংঘর্ষ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়ের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়ার পর এই ঘোষণা আসে।
এ ঘোষণার কিছুক্ষণ আগেই সোয়াইদা শহরে মেশিনগানের গুলিবর্ষণের পাশাপাশি আশেপাশের গ্রামগুলিতে মর্টার শেল নিক্ষেপের শব্দ শোনা যায়। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুর আল-দিন বাবা এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা এবং সুয়েইদা শহর উত্তর ও পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েনের পর সংঘর্ষের অবসান ঘটেছে। এর আগে ইসরাইলের সামরিক হস্তক্ষেপ এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আলাদা চুক্তি হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: