• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, সেই সিইওর পদত্যাগ    

প্রকাশিত: ১২:৫৭, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, সেই সিইওর পদত্যাগ    

কনসার্টে সহকর্মীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার থেকে পদত্যাগ করেছেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরন।

বুধবার (১৬ জুলাই) ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্টে এই ঘটনার সূত্রপাত। কনসার্ট চলাকালীন সহকর্মী ক্রিস্টিন ক্যাবোট ও বাইরনের আলিঙ্গন করা দৃশ্য বড় পর্দায় ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে তারা দুজন পরকীয়ার সম্পর্কে জড়িত।

এই ঘটনার পর অ্যাস্ট্রোনোমার লিঙ্কডইনে লেখে, প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির যে মানদণ্ড প্রত্যাশা করে, সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা করা হয়নি। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে সিইওর পদ থেকে সরে দাঁড়াতে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যান্ডি বাইরন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বাইরনের পরিবর্তে প্রতিষ্ঠানের প্রধান পণ্য কর্মকর্তা পিট ডি-জয় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2