• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৪

প্রকাশিত: ১৫:৪৭, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৪

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রবিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিপর্যয় দেখা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন। প্রায় ৪১ হাজার পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

এছাড়া ভারী বৃষ্টির ফলে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা এবং কৃষিজমি ডুবে গেছে। বহু গবাদি পশু মারা গেছে বলে খবরে জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭ জন নিখোঁজ রয়েছেন।

সিউলের আশপাশের পার্বত্য এলাকা, পশ্চিম ও উত্তরাঞ্চলেও হতাহত হওয়ার খবর মিলেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমলেও রাজধানী সিউল ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা সমন্বিত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2