• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, শতাধিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ২৩:১৭, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, শতাধিক ফ্লাইট বাতিল

রাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনায় মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে কমপক্ষে ১৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। 

রবিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, শনিবার সকাল থেকে ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, যার মধ্যে রাজধানীর আকাশ থেকে ২৭টি ড্রোন ভূপাতিত করা হয়।

রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, রাজধানীতে পরিষেবা প্রদানকারী চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং ১৩০টিরও বেশি ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটে। এরপর থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

রুশ অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস জানিয়েছে, ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলো ২৪ ঘণ্টার মধ্যে ১০ বার বন্ধ ছিল। মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলও হামলার শিকার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে কালুগা অঞ্চলে ৪৫টি ড্রোন প্রতিহত করেছে তারা, যার ফলে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করা হয়।

রাশিয়ায় এমন ঘটনা এটিই প্রথম নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছে, মে মাসে, কিয়েভ ২৪ ঘণ্টার মধ্যে ৫০০ টিরও বেশি ড্রোন হামলা চালানোর পর দেশজুড়ে বিমানবন্দরগুলোতে কমপক্ষে ৬০ হাজার যাত্রী আটকা পড়েছিলেন।

এদিকে, ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, দোনেস্কের বিভিন্ন অংশে রাশিয়ার বিমান হামলায় দুজনের মৃত্যু হয়েছে, অন্যদিকে সুমিতে আবাসিক ভবন পুড়ে যাওয়ার পর ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রোববার রাতের দিকে তারা ৫৭টি রাশিয়ান ড্রোনের মধ্যে ১৮টি গুলি করে ভূপাতিত করেছে এবং রাডার জ্যাম হওয়ার পরে আরও সাতটি ড্রোন নিয়ন্ত্রণ হারায়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2