ভারতে পবিত্র দিন পালন করতে গিয়ে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানি
ভারতে একটি মন্দিরে পবিত্র দিন পালন করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন একাদশী উপলক্ষে ওই মন্দিরে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ভিড় বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদদলনের ঘটনা ঘটে।
কাসিবুগ্গা উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (ডিএসপি) লক্ষ্মণ রাও বলেন, অনেক ভক্ত একসঙ্গে সামনের দিকে ধেয়ে পড়লে কয়েকজন মাটিতে পড়ে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ঘটনাস্থল থেকে কয়েকজন অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, একাদশী উপলক্ষে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে পদদলনের ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে রাজ্যের কৃষিমন্ত্রী কে. আচান্নাইডু মন্দিরে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত পুলিশও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়া হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: