• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু   

প্রকাশিত: ১৮:১৩, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু   

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন একাদশী উপলক্ষে মন্দিরটিতে তীর্থযাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। 

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, মন্দির থেকে প্রকাশিত ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। অনেকে শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। পদদলিত হওয়ার পর মন্দিরের প্রাঙ্গণে বহু দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। অনেকে আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং শ্বাসকষ্টে থাকা অন্যদের ভিড় থেকে টেনে বের করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরকারি সূত্র জানিয়েছে, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে এত বিশাল ভিড়ের প্রত্যাশা সম্পর্কে আগে থেকে জানায়নি। পদদলিত হওয়ার সময় মন্দির এলাকায় নির্মাণ কাজ চলছিল।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন একাদশী উপলক্ষে মন্দিরে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুকে প্রার্থনা ও পূজা অর্পণ করেন তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

 


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2