ভেনিজুয়েলার ভেতরে হামলা চালানোর পরিকল্পনা নেই: ট্রাম্প
ভেনিজুয়েলার ভেতরে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটি জানান তিনি। যদিও দেশটির আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কারণে হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় অঞ্চলে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যারিবীয় এলাকায় মার্কিন রণতরী পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, ভেনিজুয়েলায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন প্রতিবেদন প্রচার করা হয়েছে এর আগে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি হামলার বিষয়টি নাকচ করেছেন। বিভিন্ন গণমাধ্যম ভুয়া খবর প্রচার করছে বলে দাবি তার।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: