• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ক্যামব্রিজশায়ারে ট্রেনে ছুরি নিয়ে হামলা, গুরুতর আহত ৯

প্রকাশিত: ০৯:২১, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ক্যামব্রিজশায়ারে ট্রেনে ছুরি নিয়ে হামলা, গুরুতর আহত ৯

যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে যাত্রীবাহী ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যামব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে এই হামলার হয়। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যামব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।

হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2