• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নাইজেরিয়ায় আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকতে বললেন ট্রাম্প 

প্রকাশিত: ১০:৫৬, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নাইজেরিয়ায় আক্রমণের জন্য পেন্টাগনকে প্রস্তুত থাকতে বললেন ট্রাম্প 

ছবি: ডোনাল্ড ট্রাম্প

নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

কারণ হিসেবে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে দেশটির সরকার যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ অব্যাহত রেখেছেন। তবে, এই অভিযোগ বারবার অস্বীকার করেছে নাইজেরিয়া।

শনিবার (১ নভেম্বর) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নাইজেরিয়াকে সতর্ক করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নকারীরা জঙ্গি-সন্ত্রাসী বলে মন্তব্যও করেন ট্রাম্প। 

সহিংসতা অব্যাহত থাকলে অবিলম্বে দেশটিকে সবরকম সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র- এমন হুমকিও দেন ট্রাম্প। 

এর একদিন আগেই, নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।-সূত্র: সিএনএন নিউজ। 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2