• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

‘ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে, কাঁটাতার রাখবো না’

প্রকাশিত: ১৪:৪৯, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে, কাঁটাতার রাখবো না’

পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, ‘কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি ভাষণে তিনি এসব কথা বলেন। জগন্নাথ আরও বলেন, আগে দুই বাংলা এক ছিল, আবার এক হয়ে যাবে। যদিও তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, তবে দেশ বাংলাদেশই থাকবে।

এদিকে, তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, বিজেপির বক্তব্যে দ্বৈত মানসিকতা প্রকাশ পেয়েছে। একদিকে তারা অনুপ্রবেশ বন্ধের দাবি জানাচ্ছে, অন্যদিকে সীমান্ত খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে। বাংলার মানুষ এই দ্বিচারিতা বুঝতে পারবেন।

রাজ্যের ভোটর তালিকা সংশোধন (এসআইআর) এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি এই নির্বাচনকে প্রধানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। জগন্নাথ সরকারের এই মন্তব্যের পর রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2