• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

দিল্লির বিস্ফোরণে নিহত বেড়ে ১৩, মোদির কড়া বার্তা

প্রকাশিত: ১৮:০৮, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দিল্লির বিস্ফোরণে নিহত বেড়ে ১৩, মোদির কড়া বার্তা

দিল্লির বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কোনো রেহাই নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই বিস্ফোরণের পেছনে যারা ষড়যন্ত্র করেছে তাদের কেউই রেহাই পাবে না। দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হন। আহত হন এক ডজনের বেশি পথচারী। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানের রাজধানী থিম্পুতে এক বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, আমাদের সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। জড়িতদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা সবার মনকে ব্যথিত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক বুঝতে পারছি। আজ পুরো দেশ তাদের পাশে আছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2