• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি 

প্রকাশিত: ১২:৫৫, ১৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি 

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের সরকারি সম্প্রচারমাধ্যম বিবিসি। ২০২৪ সালের প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।   

তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার সংবাদমাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। অবশ্য বিবিসি জানিয়েছে, তারা ক্ষমা চাইছে ঠিকই, কিন্তু ট্রাম্পের মানহানির অভিযোগের কোনও ভিত্তি তারা খুঁজে পায়নি। শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবিসি বলছে, সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন, প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিলো, সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে, এই প্রামাণ্যচিত্র আর কোনও প্ল্যাটফর্মে দেখানো হবে না। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2