সোনার দাম যখন তুঙ্গে তখন চীনে মিললো বৃহত্তম সোনার খনি
সোনার দাম রেকর্ড উচ্চতায় থাকার মধ্যেই এবার চীন বৃহত্তম একক সোনার মজুতের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ মজুতটিতে ১ হাজার ৪৪৪ টন প্রমাণিত সোনার রিজার্ভ আছে বলে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে। ১৯৪৯ সালের পর থেকে এই মজুতটিই দেশটির বৃহত্তম একক সোনার মজুত।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, মজুতটিকে একটি সুপার-লার্জ, ওপেন-পিট মাইন বা বিশাল, উন্মুক্ত গর্তের খনি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১৬৬ বিলিয়ন ইউরোরও বেশি। মজুতটি ২ দশমিক ৫৮৬ মিলিয়ন টন আকরিক ধারণ করে, যেখানে প্রতি টনে সোনার পরিমাণ ০ দশমিক ৫৬ গ্রাম।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, রাজ্য পরিচালিত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ প্রায় ১ হাজার কর্মীকে কাজে লাগিয়ে মাত্র ১৫ মাসের দ্রুত সময়ে অনুসন্ধান সম্পন্ন করেছে। খনিটি কম গ্রেডের হলেও এটি প্রাথমিক অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়ন পাস করেছে।
এই আবিষ্কার এমন এক সময়ে এলো যখন চীনে সোনার চাহিদা প্রবলভাবে বাড়ছে। দুর্বল ডলার, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয় (রিজার্ভ বহুমুখীকরণের জন্য) সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ।
বিভি/টিটি




মন্তব্য করুন: