• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো কানাডাও

প্রকাশিত: ০৯:১৪, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো কানাডাও

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো জমির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে হয়েছিলো।

কানাডার হোয়াইটহর্স পুলিশ জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর জরুরি নম্বরে কয়েকটি কল আসে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঘর কেঁপে ওঠা ও তাক থেকে জিনিস পড়ে যাওয়ার কথা জানিয়েছেন।

ভূমিকম্পের পর একই এলাকায় বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে বলে ইউএসজিএস নিশ্চিত করেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2