গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু
ভারতের উত্তর গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুনে পর্যটকসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় ক্লাবে আগুন লাগার ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদেরবরাত দিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: