• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

প্রিটোরিয়ায় হোস্টেলে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত

প্রকাশিত: ১০:৫৬, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:০০, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রিটোরিয়ায় হোস্টেলে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি হোস্টেলে বন্দুক হামলায় তিন বছরের ছেলে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘অবৈধ বার’ হোস্টেলে নির্বিচার গুলি চালানোয় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা মাথে বলেন, অন্তত তিনজন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেলটিতে প্রবেশ করে। সেখানে একদল লোক পানরত অবস্থায় ছিল। বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করে। তবে, কি কারণে িই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

তিনি আরও বলেন, বন্দুকধারীরা ভোর সাড়ে ৪টার সময় হোস্টেলটিতে প্রবেশ করে পানরত ওই লোকজনের ওপর গুলি চালায়। এতে যারা নিহত হন তাদের মধ্যে ১২ বছর বয়সী এক বালক ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছেন। মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। রাত সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটলেও পুলিশে খবর দেওয়া হয়েছে ভোর ৬টার পর।

ওই হোস্টেলটিকে একটি ‘অবৈধ মদের ক্লাব’ বর্ণনা করে মাথে বলেন, এইসব অবৈধ ও লাইসেন্সবিহীন মদের আসর নিয়ে আমরা কঠিন সমস্যায় আছি। এসব জায়গায়ই অধিকাংশ নির্বিচার গুলিবর্ষণের ঘটনাগুলো ঘটে। গোলাগুলির মধ্যে অনেক নিরপরাধ মানুষও নিহত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2