• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

১০০ কোটি নাগরিককে টিকাদান সম্পন্ন করেছে চীন

প্রকাশিত: ১৫:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
১০০ কোটি নাগরিককে টিকাদান সম্পন্ন করেছে চীন

১০০ কোটি নাগরিককে টিকাদান সম্পন্ন করেছে চীন

চীনে ১০০ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। কভিড-১৯ রোগ মোকাবেলায় বুধবার পর্যন্ত তাদের এসব টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

কভিড-১৯ মোকাবেলা বিষয়ক স্টেট কাউন্সিল ইন্টার-এজেন্সি টাস্ক ফোর্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, এখন পর্যন্ত চীনে মোট ২.১৬ বিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

চীনা কর্মকর্তাদের বরাতে ডয়েচে ভেলে জানিয়েছে, ১৪০ কোটি মানুষের দেশে ৭১ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৫৩ শতাংশের বেশি মানুষ টিকার দুইটি ডোজ নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ৬৩ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।

ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিশ্বের দেশগুলির মধ্যে এক নম্বরে সংযুক্ত আরব আমিরাত। সেখানে প্রায় ৮০ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। এছাড়া প্রায় দশ শতাংশের বেশি মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন।

জনসংখ্যার দিক দিয়ে চীনের পর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ১৩৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা বিষয়ক ডিরেক্টর জানিয়েছেন, করোনার টিকা কার্যক্রমে পিছিয়ে আছে আফ্রিকার দেশগুলো। আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র তিন দশমিক ছয় শতাংশকে টিকার দুইটি ডোজ দেওয়া হয়েছে। ধনী দেশগুলি প্রচুর ভ্যাকসিন নিজেদের কাছে রেখে দিয়েছে বলে গরিব দেশগুলি পাচ্ছে না বলে ডিরেক্টর জানিয়েছেন।

 

বিভি/এমএস

মন্তব্য করুন: