• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সবচেয়ে লম্বা কানের কুকুর!

প্রকাশিত: ২১:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২১:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
সবচেয়ে লম্বা কানের কুকুর!

বিশ্বের সবচেয়ে লম্বা কান নিয়ে এই বছরের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে তিন বছর বয়সী কুকুর লু। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বার্ষিক প্রকাশনা প্রকাশিত হয়েছে। এতে বেশ কিছু নতুন রেকর্ড যুক্ত হয়েছে।

লুর-এর কান ১৩.৩৮ ইঞ্চি। দেখতে কালো এবং জাতে ট্যান কুনহাউন্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তার অফিসিয়াল ওয়েবসাইটে লু-কে একটি মিষ্টি এবং স্মার্ট কুকুর হিসেবে অভিহিত করেছে।  

কুকুরের মালিক আমেরিকার নাগরিক পেইজ ওলসেন। তিনি পেশায় ভেটেরিনারি টেকনিশিয়ান। লু সম্পর্কে তিনি জানান, ট্যান কুনহাউন্ড জাতের সব কুকুরের কানই বড় থাকে। যা অন্তত তাদের নাকের ডগা পর্যন্ত আসে। কিন্তু লু-এর কান অন্যদের চেয়ে লম্বা।
  
তিনি বলেন, ‘এই প্রজাতির কুকুরদের লম্বা কান মাটিতে টেনে নিয়ে যায় এবং মাঠে ট্র্যাকিং করার সময় ঘ্রাণ ছড়ায়। যা তাদের দুর্দান্ত করে তোলে। যা অন্যান্য প্রজাতির কুকুরদের নেই।’

লু-এর কানের দৈর্ঘ্যের কারণে কোনও বিশেষ রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না বলেও জানান ওলসেন। স্বাভাবিকভাবে মাসে একবার লু-এর কান পরীক্ষা করে দেখেন তিনি।  শীতকালে বরফে যাতে কান না লাগে সে ব্যবস্থা করেন তিনি।

 

বিভি/এইচডব্লিউ

মন্তব্য করুন: