• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চীন-ভারত সেনা প্রত্যাহারের আলোচনা ব্যর্থ

প্রকাশিত: ১৭:৪৪, ১১ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:১৫, ১১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
চীন-ভারত সেনা প্রত্যাহারের আলোচনা ব্যর্থ

বিবাদপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতীয় এবং চীনা সেনা কমান্ডারদের আলোচনা ব্যর্থ হয়েছে। দীর্ঘ ১৭ মাস ধরে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সেনা কমান্ডার পর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত অচলাবস্থার নিরসন করতে পারলো না। খবর আল জাজিরা'র।

আলোচনা ব্যর্থ হওয়ায় দুই দেশ নিজ নিজ অবস্থান থেকে সেনা সরাবে না। এর ফলে লাদাখের প্রচণ্ড শীতে টানা দ্বিতীয় বছর সেখানে থাকতে হবে সেনাদের।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে গঠনমূলক প্রস্তাব করা হয়েছিলো কিন্তু চীন সেটা গ্রহণ করেনি।

এদিকে চানা সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ভারত অযৌক্তিক এবং অবাস্তব দাবিতে অটল ছিলো।

প্রায় দুই মাস বিরতির পর রবিবার (১০ অক্টোবর) চীন নিয়ন্ত্রিত লাদাখের মোলদোতে দুই পক্ষের কমান্ডাররা আলোচনায় মিলিত হন।

সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) দুই দেশ ভারী অবস্ত্র-শস্ত্র, আর্টিলারি, ট্যাংক, জঙ্গিবিমানসহ হাজার হাজার সেনা মোতায়েন করেছে।

বিভি/এমএস

মন্তব্য করুন: