• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনাকে হত্যা

প্রকাশিত: ১৮:৩১, ১১ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:৩৪, ১১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনাকে হত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অফিসার রয়েছেন। সোমবার (১১ অক্টোবর) জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনান্দের বিবৃতির বরাতে এই খবর দিয়েছে আল জাজিরা।

সূত্রের বরাতে বিকাল ৩টার দিকে এনডিটিভি জানায়, জেলার সুরংকট এলাকায় চার-পাঁচজন অস্ত্রধারীর সংগে সেনাদের ব্যাপাক লড়াই চলছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে দারে কি গালি এলাকার পাশে একটি গ্রামে বিদ্রোহীদের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় সেনারা। এই সময় লুকিয়ে থাকা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায় এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসার এবং আরও চার জওয়ান নিহত হন। সেখানে সংঘর্ষ চলছে বলে প্রতিরক্ষা দফরের মুখপাত্র জানিয়েছেন।

এদিকে সাতজন বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডের জেরে গত সপ্তাহে প্রায় ৯০০ জন কাশ্মীরি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বিভি/এমএস

মন্তব্য করুন: