• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশে হামলার পরিকল্পনাকারীর অস্ট্রেলিয়ায় কারাদণ্ড

প্রকাশিত: ১২:০৯, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ১২:১২, ১২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশে হামলার পরিকল্পনাকারীর অস্ট্রেলিয়ায় কারাদণ্ড

বাংলাদেশে হামলা করতে রওনা দেওয়ার সময় আটক নওরোজ রায়েদ আমিন (৩০) নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিককে সাজা দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট। তাকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১১ অক্টোবর) এই রায় ঘোষণা করা হয়।

গত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জঙ্গি মতাদর্শ সমর্থনকারীদের সংগে দেখা করতে আসার সময় সিডনি বিমানবন্দর থেকে নওরোজকে ফিরিয়ে দেওয়া হয়।

এরপর প্রায় দুই বছর নজরদারিতে রাখার পর বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিলো।

নওরোজ রায়েদ আমিন-এর পৈতৃক নিবাস বাংলাদেশের কুমিল্লায় এবং মায়ের বাড়ি বরিশালে। সিডনির ইঙ্গেলবার্ন এলাকায় হারম্যান স্ট্রিটের বাড়িতে পরিবারের সংগে থাকতেন তিনি।

প্রসঙ্গত ২০১৭ সালে বাংলাদেশে গ্রেফতার সাদিয়া আমিন নামের এক নারীকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্য সন্দেহে আটক করে র‍্যাব। সেই নারী নওরোজ আমিন-এর স্ত্রী বলেও জানিয়েছিলো র‍্যাব।
 

বিভি/এএন

মন্তব্য করুন: