• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠালো চীন

প্রকাশিত: ১৭:৩০, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৩৯, ১২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠালো চীন

সীমান্তে দীর্ঘ সময় ধরে উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে ভারত ও চীনের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে চীন ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি’র বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম রাউন্ডের আলোচনা সোমবার কোনো ফলাফল ছাড়াই শেষ হয় এবং এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি এবং বেইজিং।

আরও পড়ুন:
মসজিদুল হারামে নামাজ আদায়ে পূর্ণ ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক
চীন-ভারত সেনা প্রত্যাহারের আলোচনা ব্যর্থ

তালেবানের সংগে আলোচনা: আফগানিস্তানে ত্রাণ দেবে যুক্তরাষ্ট্র

ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় সোমবার  লাদাখ সীমান্তে চীনা ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হচ্ছে, দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হলো চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে। ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের।

বিভি/এমএস

মন্তব্য করুন: