• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের তিন রাজ্যে বিএসএফের ক্ষমতা বাড়ালো ভারত

প্রকাশিত: ১৬:১২, ১৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের তিন রাজ্যে বিএসএফের ক্ষমতা বাড়ালো ভারত

বাংলাদেশ ও পাকিস্তানের সংগে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এমন তিন রাজ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর ক্ষমতা বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, ভারতের পাঞ্জাব, আসাম ও পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় গ্রেফতার, তল্লাশি এবং যেকোনো অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে বিএসএফ। ভারতের সেভেন সিস্টার্স, জম্মু-কাশ্মীর ও লাদাখেও থাকবে এই সীমারেখা। এর আগে বাহিনীটির এই ক্ষমতা ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ ছিলো।

এদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে রাজ্যগুলোয়। এক টুইটে সীমান্তে ভারতীয় বাহিনীর ক্ষমতা বৃদ্ধির নিন্দা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। একে রাজ্য প্রশাসনগুলোর ক্ষমতা খর্ব করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক কাঠামোর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন রাজটির উপ-মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং।

বিভি/এমএস

মন্তব্য করুন: