• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ভালোবাসার জন্য প্রাসাদ ছাড়লেন জাপানের রাজকন্যা

প্রকাশিত: ১৭:৪৫, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:২৯, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ভালোবাসার জন্য প্রাসাদ ছাড়লেন জাপানের রাজকন্যা

দীর্ঘদিনের সহপাঠী এবং বন্ধুকেই কোমুরোকে বিয়ে করলেন জাপানের রাজকন্যা মাকো। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজপরিবার ত্যাগ করে বিয়ে করতে যান তিনি। 

এর মধ্য দিয়ে তাঁর রাজপরিবারে ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেলো। কিন্তু তা নিয়ে এতোটুকুও বিচলিত নন মাকো। বাড়ি ছাড়ার আগে বাবা-মাকে একাধিকবার বো করেছেন তিনি। জড়িয়ে ধরেছেন বোন কিকোকে। তারপর গাড়ি করে বিয়ে করতে গেছেন নিজের দীর্ঘদিনের বন্ধুকে।

এখানেই বিপ্লব থেমে থাকেনি। রাজপরিবারের রীতি মেনে বিয়ে করেননি মাকো। অর্থ নেননি রাজপরিবারের। 

আরও পড়ুন:
পাকিস্তানের জয় উদযাপন করে বিপদে কাশ্মীরের শিক্ষার্থীরা
মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি ড্রোন: কর্মকর্তা

‘ইসরাইলের সংগে সম্পর্ক স্বাভাবিক করে আরব দেশগুলো পাপ করেছে’

জাপানের রাজপরিবারের নিয়ম হলো, বাড়ির কোনো মেয়ে সাধারণ মানুষকে বিয়ে করলে তাঁকে রাজপরিবার ছেড়ে যেতে হয়। রাজপুত্রের ক্ষেত্রে অবশ্য সে নিয়ম খাটে না। রাজকন্যা চলে গেলে তাঁকে অর্থসাহায্য করা হয়, যা দিয়ে তাঁর পরবর্তী জীবন কাটবে। মাকো সেই অর্থ নিতেও অস্বীকার করেছেন। 

তিনি জানিয়েছেন, তাঁর বর আমেরিকায় আইনজীবী। বিয়ের পর তিনি বরের সংগে আমেরিকায় বসবাস করবেন আর পাঁচজন সাধারণ মানুষের মতো।

বেশ কিছুদিন ধরে মাকো এবং কোমুরোকে নিয়ে আলোচনা চলছে জাপানের সংবাদমাধ্যমে। বিয়ের জন্য আমেরিকা থেকে জাপানে ফিরেছেন কোমুরো। 

জাপানের মিডিয়ার একাংশ প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল-এর সংগে তুলনা করতে শুরু করেছে মাকো-কোমুরো’র।

সূত্র ও ছবি: ডয়েচে ভেলে

বিভি/এসডি

মন্তব্য করুন: