• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দক্ষিণ আফ্রিকায় করোনা’র নতুন ধরন শনাক্ত

প্রকাশিত: ১১:৪৪, ২৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকায় করোনা’র নতুন ধরন শনাক্ত

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে। এই ধরনটি বহুবার রূপ বদল করতে পারে। সম্প্রতি করোনা’র সংক্রমণ বৃদ্ধির পেছনে এই ধরন দায়ী বলে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনা’র নতুন ধরন ‘বি.১.১.৫২৯’ শনাক্তের তথ্য নিশ্চিত করেছে। 

দেশটির বিজ্ঞানীরা বলেছেন, করোনা’র এই ধরন ইতিমধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। ধরনটি কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে বুঝার চেষ্টা করছেন তারা।

ভাইরাসবিদ তুলিও ডি অলিভেইরা বলেছেন, ‘আমরা নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত করেছি, যেটি দক্ষিণ আফ্রিকায় উদ্বেগের কারণ।’

তিনি জানান, বৈজ্ঞানিকভাবে বি.1.1.529 হিসেবে চিহ্নিত ভাইরাসটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। বতসোয়ানা ও হংকং থেকে দক্ষিণ আফ্রিকায় আসা ভ্রমণকারীদের মধ্যেও এই ধরনটি পাওয়া গেছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: