• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২১

প্রকাশিত: ১৬:৩৮, ৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২১

ভারতের রাজস্থানের জয়পুরে একই পরিবারের নয় জন করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ভারতে মোট ২১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।

জয়পুরের এক পরিবারের চার সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। ওই পরিবারের আক্রান্ত নয় জনের মধ্যে দুটি শিশু রয়েছে বলেও জানা গেছে। 

রাজস্থানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু দুটির বয়স যথাক্রমে সাত ও ১২।

আপাতত ওই পরিবারের সদস্যদের রাজস্থান ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এ ভর্তি করা হয়েছে।

রাজস্থানের ওই পরিবারের কয়েকজন সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়। এরপরই জানা যায়, তারা ওমিক্রনে আক্রান্ত। 

ওই পরিবারের নয় জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা হয়েছে।

রাজস্থানের স্বাস্থ্যসচিব বৈভব গালরিয়া জানিয়েছেন, পরিবারটি সিকর জেলার অজিতগড়ের। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা গেছে। তাঁদেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া মহারাষ্ট্রে আরও সাত জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। ফলে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত বেড়ে দাঁড়াল আট জনে। এর মধ্যে পুনেতেই রয়েছেন ছয় জন।

বিভি/এসডি

মন্তব্য করুন: