• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র ও কানাডায় শীতকালীন ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষাধিক মানুষ

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:৪৪, ১৭ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র ও কানাডায় শীতকালীন ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে বড় ধরনের একটি শীতকালীন ঝড় আঘাত হেনেছে। উপদ্রুত এলাকায় ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার নানা অঞ্চলের লাখো বাসিন্দার জীবন। 

উদ্ভূত পরিস্থিতিতে আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

উদ্ভূত পরিস্থিতিতে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এক লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।

ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কিছু এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। তুষারপাতের ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং গাছপালার ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছে তারা। এছাড়া এসময়ে কোনও যাত্রা বা ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিকাটের কিছু অংশসহ কিছু এলাকায় সম্ভাব্য উপকূলীয় বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া রাস্তাঘাট ও অবকাঠামোরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তবর্তী দেশ কানাডার অন্টারিও প্রদেশে রবিবার সকালে ঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

ইনভায়রনমেন্ট কানাডা জানাচ্ছে, অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টোতে ১৫-২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারের পূর্বাভাস রয়েছে।

বিভি/এসডি

মন্তব্য করুন: