• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মেয়ের ধর্ষককে আদালত প্রাঙ্গনে গুলি করে হত্যা

প্রকাশিত: ১৬:০৮, ২২ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
মেয়ের ধর্ষককে আদালত প্রাঙ্গনে গুলি করে হত্যা

মেয়ের ধর্ষককে আদালতের গেটের সামনে গুলি করে হত্যা করলেন প্রাক্তন বিএসএফ জওয়ান। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের মুজফফরপুরের বাসিন্দা। মাস দুয়েক আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। দিলশাদ-এর আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছন প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদ এবং তাঁর ছেলে নন্দলাল। অভিযোগ, এরপরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদ-এর মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলশাদ। 

এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। দিলশাদকে গুলি করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভগবত ও তাঁর ছেলে।

পুলিশ জানিয়েছে, ভগবত এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। 

২০২০-র ১২ ফেব্রুয়ারি ভগবত-এর নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদ-এর বিরুদ্ধে। ২০২১-এর ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ভগবতের মেয়েকে। দিলশাদকে জেল হেফাজতে পাঠানো হয়। মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিভি/এসডি

মন্তব্য করুন: