• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, সাত জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৬, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১০:৩৯, ২৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, সাত জনের মৃত্যু

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বোমা বিস্ফোরণে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে এবং নয়জন আহত হয়েছেন। একটি মিনিভ্যানে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শনিবার (২২ জানুয়ারি) হেরাতের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।  

হেরাত কমান্ডার মাওলাইয়ি আনসারি বলেন, সাত জনের মৃত্যুর পাশাপাশি বিস্ফোরণে অন্তত নয়জন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

হেরাতের একজন স্বাস্থ্যকর্মী জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গণপরিহন হিসেবে ব্যবহৃত একটি ভ্যানগাড়িতে বিস্ফোরণটি ঘটে। আহতের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। 

২০২১ সালের ১৫ অগাস্ট আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। তারপর থেকেই আফগানিস্তান জুড়ে বেড়েছে সংঘর্ষ। এরইমধ্যে দেশটিতে একাধিক হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

পশ্চিমা দেশুগুলোর নিষেধাজ্ঞার ফলে নতুন করে অর্থনৈতিক সংকটে পড়েছেন আফগানরা। জাতিসংঘ বলছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে দেশটি। 

বিভি/এএন

মন্তব্য করুন: